বুধবার, ৩০ আগস্ট, ২০১৭, ০১:৩৩:০৪

কেউই কি রোহিঙ্গা মুসলমানদের কান্না দেখতে পায় না : এরদোয়ান

কেউই কি রোহিঙ্গা মুসলমানদের কান্না দেখতে পায় না : এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক : দুর্ভাগ্যজনকভাবে আমাকে বলতে হচ্ছে, মিয়ানমারে যা ঘটছে সেই ইস্যুতে বিশ্ব এখন ‘অন্ধ এবং বধির’। বিশ্ব এখন কিছুই শুনে না, কিছুই দেখে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তিন বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন।

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের প্রতি সমর্থন ও সহায়তা দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউই কি রোহিঙ্গাদের কান্না দেখতে পায় না। নিজ দেশ থেকে উৎখাত হয়ে রোহিঙ্গা মুসলিমরা এখন বাংলাদেশে পালিয়ে বেড়াচ্ছেন।’

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি তাদের প্রতিবেদনে বলছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তার ওই ভাষণে আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা নির্যাতনের বিষটি উত্থাপন ও এ নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছেন।

গত ২৫ তারিখ রাত থেকে রহস্যজনক একটি হামলার কারণ দেখিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ঢালাওভাবে নির্যাতন শুরু করেছে দেশটির সেনাবাহিনী। গুলিবিদ্ধ হয়ে অনেকে রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।

মিয়ানমারের সরকারী হিসাব বলছে, সাম্প্রতিক সহিংসতায় মাত্র ৮৯ জন নিহত হয়েছে। তবে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে বার্মিজ সেনাবাহিনীর এবারের অত্যাচার অতিতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর নারী, শিশু, বৃদ্ধসহ কোন মানুষ তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা পাচ্ছে না।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে