মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৩:১০:০৭

পাকিস্তানে ৭২টি উগ্রবাদী গোষ্ঠীর খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ

পাকিস্তানে ৭২টি উগ্রবাদী গোষ্ঠীর খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী গোষ্ঠীগুলোর খবর প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লশকরে তৈয়্যবা বা এলইটি’র সঙ্গে জড়িত দাতব্য গোষ্ঠী জামাতুল দাওয়াসহ ৭২টি নিষিদ্ধ গোষ্ঠীর খবর প্রচারের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বা পার্মা। ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় এলইটি জড়িত বলে দাবি করা হয়। এ হামলায় ১৬৬ ব্যক্তি নিহত হয়েছিল। গত বছরের ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় দেড়শ’র বেশি ছাত্র এবং কর্মী নিহত হওয়ার পর পাকিস্তানে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। তারই আলোকে এ নিষেধাজ্ঞা আরোপ করে পার্মা। এতে দেশটির সব টিভি চ্যানেল এবং এফএম রেডিওকে নিষিদ্ধ গোষ্ঠীগুলোর কোনো সংবাদ প্রচার না করার কঠোর নির্দেশ দেয়া হয়। আইন অমান্যকারীর জরিমানা বা প্রচার অনুমতি বাতিল হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে পাকিস্তানের টিভি চ্যানেলগুলো দাবি করছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ আদেশ জারি করেছে পার্মা। কিন্তু এ অভিযোগ অস্বীকার করে পাক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছে, আইনগতভাবে পার্মাকে নির্দেশ দেয়ার এখতিয়ার তাদের নেই।-রেডিও তেহরান ৩রা, নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে