মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৪:৫৮:৫৩

‘আইএসের পথে বিজেপি’

‘আইএসের পথে বিজেপি’

আন্তর্জাতিক ডেস্ক : গরুর মাংস নিয়ে বিতর্কে জড়িয়ে এবার আইসিস-এর পথ অনুসরণ করতে চলেছে বিজেপি। গোরুর মাংস খেলে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার মাথা কাটবেন বলে হুমকি দিলেন বিজেপি নেতা এস এন চান্নাবাসাপ্পা। গত সপ্তাহে গরুর মাংস নিয়ে বিতর্কে জড়িয়ে নয়া মাত্রা যোগ করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। ভারতের যুব কংগ্রেসের সাধারণ সভায় তিনি সাফ জানিয়ে দেন, মাংস খাওয়া থেকে কেউ তাকে রুখতে পারবে না। গোরুর মাংস খাওয়া ও বিক্রির উপর সরকারি ফতোয়ার সমালোচনা করে তিনি জানান, 'এখনও পর্যন্ত আমি গোরুর মাংস খেয়ে দেখিনি। যদি তার স্বাদ ভালো লাগে, তা হলে ওই মাংস আমি খাব। কেউ আমাকে আটকাতে পারবে না।' মুখ্যমন্ত্রীর কথা দারুণ চটেছেন শিবামোগা পৌরসভার প্রাক্তন সভাপতি তথা স্থানীয় বিজেপি নেতা চান্নাবাসাপ্পা। সিদ্দারামাইয়া একনায়কের মতো আচরণ করছেন বলে তিনি অভিযোগ তুলেছেন। ডেকান ক্রনিক্‌ল পত্রিকায় দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানিয়েছেন, 'শিবামোগার গোপি সার্কেলে উনি মাংস খাওয়ার চেষ্টা করে দেখুন। এমন কাজ করলে ওঁর মুণ্ডচ্ছেদ করা হবে।' একই সঙ্গে চান্নাবাসাপ্পার অভিযোগ, 'এমন মন্তব্য করে হিন্দু ভাবাবেগে আঘাত করেছেন মুখ্যমন্ত্রী। আমরা সকলেই গরুর দুধ পান করে বড় হয়েছি।' উল্লেখ্য, মাংস নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর গত সোমবার মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ছুরি-সহ আটক করা হয়েছে মাইসুরুর বাসিন্দা লিঙ্গারাজুকে। চুয়ান্নর বছরের ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীকে আবেদনপত্র জমা দেবেন বলে প্রবেশ করেছিলেন। একথা জানিয়েছে ভারতিয়ে পুলিশ। ঘটনার তদন্ত চলেছে। প্রসঙ্গত, মঙ্গলবার গোমাংস বিতর্কে ফের সরগরম হল দিল্লি। রাজধানীর এক পাঁচতারা হোটেলে গরুর মাংস পরিবেশন করা হচ্ছে, এই অভিযোগে ওই হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শনে নেমেছে বিজেপি।-এই সময়। ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে