মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ০৫:২১:৩১

'মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে দাউদের'

'মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে দাউদের'

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই পুলিশের কয়েকজনের সঙ্গে যোগাযোগ রয়েছে দাউদ ইব্রাহিমের। তাকে জেরার সময় যেন ভারত সে বিষয়টা মাথায় রাখে। বিস্ফোরক এই দাবি করলেন গ্রেফতার কৃত আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজন। দাউদকে নিরাপত্তা দিচ্ছে পাকিস্তানের সেনাহাবিনী। সোমবার এই বিস্ফোরক দাবি করেছিলেন ছোটা রাজন। এবার তার দাবি, শুধু পাকিস্তানই নয়, আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে মুম্বাই পুলিশের কয়েকজন কর্মকর্তার। মুম্বাই পুলিশ এর আগেও তার ওপর প্রচুর অত্যাচার করেছে। সরকারকে মাথায় রাখতে হবে, মুম্বাই পুলিশের কয়েকজন কর্মী দাউদের সঙ্গে মিলে রয়েছেন। বালিতে এই অভিযোগ করেছেন ছোটা রাজন। তিনি মুম্বাইতে ফিরতে কি ভয় পাচ্ছেন, তাহলে কি দিল্লির জেলে থাকতেই তিনি আগ্রহী? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাজন বলেছেন, 'এটা ঠিক করবে সরকার। আমি শুধু সুবিচার চাই। আমি দাউদকে ভয় পাই না। সারা জীবন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি। ভবিষ্যতেও দাউদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আমার লড়াই চালিয়ে যাব।' আজই ভারতীয় গোয়েন্দারা তাকে বালি থেকে ভারতে নিয়ে আসবেন বলে মনে করা হচ্ছে। ৫৫ বছর বয়সি এই গ্যাংস্টারের বিরুদ্ধে শুধু মুম্বাইতেই খুন, তোলাবাজি ও মাদক পাচারের ৭০টি মামলা ঝুলছে। ইন্টারপোলের রেড কর্নার নোটিশ পেয়ে ছোটা রাজনকে গ্রেপ্তার করেছে বালি পুলিশ। সেখানেই ইন্দোনেশিয়ার পুলিশ তার পরিচয় যাচাই করে দেখতে হিন্দি ও ইংরাজি দুই ভাষাতেই বহুবার জেরা করেছে।-এই সময়। ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে