বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৩:১৬

যে কারণে ৩০ হাজার কর্মী ছাঁটাই করছে এইচপি

যে কারণে ৩০ হাজার কর্মী ছাঁটাই করছে এইচপি

আন্তর্জাতিক ডেস্ক : ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হার্ডওয়্যার ও সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান হিউল্যাট-প্যাকার্ড (এইচপি) এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটি মঙ্গলবার এ সংক্রান্ত এক ঘোষণা দেয়। নতুনভাবে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গেই এ ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, নতুন এ যাত্রায় প্রতিষ্ঠানের সফটওয়্যার, পরামর্শ সেবা ও তথ্য বিশ্লেষণখাতে আমূল পরিবর্তন আনা হবে। ফলে ধারণা করা হচ্ছে, এই শাখাগুলো থেকেই কর্মীদের ছাঁটাই করা হবে।

ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবে আগামী মাসের শেষ নাগাদ ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। বর্তমানে এইচপিতে ২ লাখ ৫২ হাজার কর্মী রয়েছে। এর অর্থ, মোট কর্মীর ১০ থেকে ১২ শতাংশ খুব শিগগিরই চাকরি হারাতে চলেছেন।

বিশ্লেষকরা বলছেন, ঘোষণা অনুযায়ী এইচপি ইনকর্পোরেশনে সর্বোচ্চ ৫০ হাজার কর্মী থাকবেন ছাঁটাই প্রক্রিয়া শেষে। এইচপি ইনকর্পোরেশন মূল প্রতিষ্ঠানের পার্সনাল কম্পিউটার ও প্রিন্টার প্রস্তুতকারক ও বিপণন শাখা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মেগ হুইটম্যান খরচ কমানোর অংশ হিসেবে গত কয়েক বছরে ৫৫ হাজার কর্মী ছাঁটাই করেছেন। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই মেগকে এইচপি এন্টারপ্রাইজের কর্ণধাররূপে দেখা যাবে।

বিশেষজ্ঞদের মত, শুধু এইচপিতেই নয়, প্রযুক্তির পুরো বাজারেই মন্দার হাওয়া লেগেছে। বড় বড় প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই শুরু করেছে। গত চার বছরে ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল ব্যয় সঙ্কোচনের অংশ হিসেবে ২৫ হাজার কর্মী ছাঁটাই করেছে। সূত্র: সিএনবিসি
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে