শুক্রবার, ০১ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫১:৫৫

রোহিঙ্গা নির্যাতন আর সহ্য করা হবে না: ইরানের প্রেসিডেন্ট রুহানি

রোহিঙ্গা নির্যাতন আর সহ্য করা হবে না: ইরানের প্রেসিডেন্ট রুহানি

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন-নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোনে আলাপের সময় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, বিশ্বের যেকোনো জায়গায় মুসলিমদের বিরুদ্ধে নির্যাতন হোক না কেন ইরান তা আর সহ্য করবে না।

বৃহস্পতিবার রাতে টেলিফোনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলেন হাসান রুহানি। তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে রুহানি বলেন, এ অঞ্চলের দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করতে কিছু দেশ তাদের ইচ্ছা চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

ইরানি এই প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা নিয়েও কথা বলেন। পারস্য উপসাগরীয় দেশগুলোতে যে সমস্যা দেখা দিয়েছে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য তৈরি করা হয়েছে; ইরান এমন যুক্তিতে বিশ্বাস করে না- বলেন রুহানি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে