ভারতের হাতে প্রচুর পরমাণু অস্ত্র : মার্কিন গোয়েন্দা রিপোর্ট
আন্তর্জাতিক ডেস্ক : প্রচুর পরমাণু অস্ত্র রয়েছে ভারতের হাতে। খুব কম করে হলেও, ৭৫ থেকে ১২৫টি। তার চেয়েও ভারতের কাছে অনেক বেশি রয়েছে পরমাণু অস্ত্রশস্ত্র বানানোর জ্বালানি তেজস্ক্রিয় প্লুটোনিয়াম মৌল। উন্নয়নশীল দেশগুলির মধ্যে যাদের হাতে পরমাণু অস্ত্রশস্ত্র সবচেয়ে বেশি রয়েছে, ভারত তার অন্যতম। খবর সংবাদ সংস্থার।
মার্কিন গোয়েন্দা সংস্থা ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইনটারন্যাশনাল সিকিওরিটির সাম্প্রতিক রিপোর্টে ওই তথ্য জানানো হয়েছে।
রিপোর্টে অবশ্য এ কথাও বলা হয়েছে, গত বছরের শেষাশেষি ভারতের হাতে যতটা অস্ত্র বানানোর জন্য তেজস্ক্রিয় প্লুটোনিয়াম মৌল মজুত ছিল, তার পুরোটাই ভারত পরমাণু অস্ত্র বানাতে খরচ করে ফেলেছে বলে ভেবে নেওয়াটা ভুল হবে। পরমাণু অস্ত্র বানাতে ভারত খুব বেশি হলে তার নিকটে থাকা প্লুটোনিয়াম মৌলের ৭০ শতাংশ খরচ করেছে। ফলে, আগামী দিনে ভারত আরও অনেক পরমাণু অস্ত্রশস্ত্র বানাতে পারে।
৪ নভেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসবি/এসএস