আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড এবং সহিংস নির্যাতন বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হয়েছে। রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশে সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।
মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনার মাঝে ইন্দোনেশিয়ায় দূতাবাসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।
দূতাবাসের পেছনের রাস্তায় টহল দেওয়ার সময় এক পুলিশ কর্মকর্তা ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে সামনের গেটে পাহারায় থাকা রক্ষীদেরকে তা জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে একটি ভাঙা বিয়ারের বোতল পড়ে থাকতে দেখতে পায়।
এদিকে বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়া থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতের বহিষ্কারের দাবি জানায়। তারা অং সান সুচির সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়। এ সময়ে তারা সুচির ছবি সংবলিত পোস্টার পদদলিত করে। পোস্টারে সুচির ছবির নিচে ‘সবচেয়ে আমানবিক নারী’ কথাটি লেখা ছিল।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনতারা বলছে, জাকার্তার প্রধান কেন্দ্রেও রবিবার বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মীরা। রোহিঙ্গা সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন ও সমস্যা সমাধানে ইন্দোনেশিয়া সরকারকে সক্রিয় ভূমিকার রাখার দাবি জানিয়েছেন তারা।
এর আগে শনিবার দূতাবাসের কাছে একদল অ্যাক্টিভিস্ট মিয়ানমারের নেত্রী অং সান সু চির শান্তির নোবেল কেড়ে নেয়ার দাবিতে বিক্ষোভ করেন।
এদিকে, জাতিসংঘ এবং জাকার্তা সরকারকে রোহিঙ্গা নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পৃথক আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় মুসলিম সংস্থা নাহদাদুল উলেমা।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস