সোমবার, ০৪ সেপ্টেম্বর, ২০১৭, ১২:১৬:৪০

প্রেমের কারণে সাধারণ ছেলের সঙ্গে বাগদান হল জাপানের রাজকন্যার

প্রেমের কারণে সাধারণ ছেলের সঙ্গে বাগদান হল জাপানের রাজকন্যার

আন্তর্জাতিক ডেস্ক : রাজপথ মিশে গেল জনপথে! জাপানের রাজকন্যা মিশে গেলেন আমজনতার স্রোতে। হয়ে গেলেন একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ। রাজপরিবারের মোহ কাটিয়ে। রাজকন্যার কলেজ জীবনের প্রেম পরিণতি পেল পরিণয়ে।

রাজকন্যা মাকো বিয়ে করলেন এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে। রবিবার তাঁদের বাগদান (এনগেজমেন্ট) হল। জাপানের রাজপরিবার সূত্রে এ দিন এ খবর দেওয়া হয়েছে। পাত্র কোমুরো টোকিওর একটি ল' অফিসের সাধারণ কর্মী।

নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হবে সম্রাট আকিহিতোর চার নাতি-নাতনির মধ্যে বয়সে সবচেয়ে বড় যুবরানি মাকোকে। শারীরিক কারণে আর রাজক্ষমতা ভোগ না করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো। গত জুনে তাঁর সেই ইচ্ছা অনুমোদিত হয়েছে জাপানের পার্লামেন্টে।

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকোর পরিচয় হয় ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেই কলেজের গণ্ডী পেরিয়ে রাজকন্যা মাকো লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পেয়ে গিয়েছেন আগেই। কাজ করছেন টোকিওর মিউজিয়ামে গবেষক হিসেবে। আর কলেজের পড়াশোনা শেষ করে টোকিওর একটি ল' অফিসে কাজ করতে ঢোকেন কোমুরো। রাজপরিবারের কৌলীন্য, প্রতিপত্তি দু'জনের বহু দিনের প্রেমে যে ব্যাঘাত ঘটাতে পারেনি, রবিবারের এনগেজমেন্টই তার সবচেয়ে বড় প্রমাণ।

সাধারণ পরিবারের কন্যা কেট মিডলটন যুবরাজ উইলিয়ামকে বিয়ে করে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ হয়েছেন। আর সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য জাপানের রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হচ্ছে রাজকন্যা মাকোকে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে