সৌদি রাজপুত্র মুহসেনরে বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ দায়ের
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি লেবাননে আটক থাকা সৌদি রাজপুত্র আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আলে সৌদ’র বিরুদ্ধে দেশটির বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে মাদক চোরাচালানের অভিযোগ দায়ের করেছে। লেবাননের বিচার বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, সৌদি রাজপুত্রসহ আরো ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রাজপুত্র মুহসেন সহ আরো পাঁচ সৌদি নাগরিক লেবাননে আটক রয়েছে।
বিগত ২৬ অক্টোবর লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি রাজপুত্রের ব্যক্তিগত বিমান থেকে প্রায় দুই টন মাদক দ্রব্য জব্দ করে দেশটির পুলিশ প্রসাশন। মুহসেনের বিমানটি বিমানবন্দরে অবতরণের পর তাতে তল্লাসি চালায় লেবানন নিরাপত্তা বাহিনী।
তারা বিমানে ঢুকে বিস্মিত হয়ে পড়েন-‘এ যেন এক বিশাল মাদকের ভান্ডার’। মুহসেনের ব্যক্তিগত বিমানটি তল্লাসি করে প্রায় ২৪টি ব্যাগ ও আটটি স্যুটকেস উদ্ধার করে প্রসাশন কর্মকর্তারা। এর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে ক্ষতিকর মাদক দ্রব্য ‘কেপ্টাগন’।
বিমানটির পরবর্তী গন্তব্য ছিল সৌদি আরব। পুলিশ বলেছে, প্রায় দুই টন অধিক মাদক বহন করছিলেন সৌদি রাজপুত্র।
কেপ্টাগন সৌদি আরবের তরুণদের মাঝে বেশ জনপ্রিয় একটি মাদক। তাকফিরি সন্ত্রাসীয় গোষ্ঠী আইএসআইএলের সদস্যরাও ব্যাপকভাবে এই কেপ্টাগন পিল সেবন করে থাকে। আর এই মাদক সেবনের পরপরই আইএসআইএলের সদস্যরা নানা তাণ্ডবলীলায় মেতে উঠে।
লেবাননের মনোরোগ বিশেষজ্ঞ রামজি হাদ্দাদ ওই মাদক সম্পর্কে বলেছেন, এটি পিল আকারে পাওয়া যায়। এই মাদক সেবন করার পর একজন তরুন প্রথম দিকে নিজের ভেতরে উদ্দীপনা অনুভব করে। কোনো খাবার না খেয়ে দীর্ঘ সময় নির্ঘুম থেকে বিরতিহীনভাবে কথা বলে যেতে পারে। কিন্তু এক সময় এই মাদক চূড়ান্তভাবে একজন মানুষের জীবনকে পুরোপুরি বিনষ্ট করে দেয়।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এম ইউ
�