মুখ্যমন্ত্রী মমতার হেলিকপ্টারের সামনে অজ্ঞাত এক উড়ন্ত বস্তু
আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হেলিকপ্টারের সমুক্ষে অজ্ঞাত এক উড়ন্ত বস্তু নিয়ে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এঘটনা ঘটে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের শুরুর দিন।
ওই দিন বাগডোগরা থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী রওনা হন একটি বেসরকারি সংস্থার ভাড়া করা কপ্টারে। কপ্টার যখন হাসিমারার আকাশে, ঠিক সেই মূর্হুতেই কপ্টারের চালক তার সমুক্ষে একটি উড়ন্ত বস্তু দেখতে পান ।
পাইলট সতর্ক থাকায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নবান্ন। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছে এবিষয়ে সম্পূর্ন রিপোর্টও চাওয়া হয়েছে।
প্রাথমিকভাবে পাইলটের সন্দেহ, উড়ন্ত বস্তুটি ছিল এক ধরনের বেলুন। সাধারনত এধরনের বেলুন আবহাওয়া দফতর ব্যবহার করে। তবে পাইলটের মতে, যদি কপ্টারের রোটার ব্লেডে বেলুনটি আটকে যেত তাহলে বড় ধরনের কোন বিপত্তি ঘটার সম্ভাবনা ছিল।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এম ইউ
�