মঙ্গলে পাওয়া গেল অ্যাসিড-কুয়াশা
আন্তর্জাতিক ডেস্ক : সাধারনত পৃথিবীতে আমরা যে কুয়াশা দেখতে পাই তা ঠান্ডার প্রতিক হিসেবে বিবেচিত হয়। ভোরের কুয়াশা পৃথিবীকে এক নতুন রুপে সাজিয়ে তুলে। কিন্তু সব কুয়াশা ঠান্ডা হয়না। মানুষের অজানা এমন কিছু কুয়াশা আছে যা অনেক ভয়ংকর এবং বিধ্বংসি। এমই তথ্য জানা যায় নিউ ইয়র্কের এক গবেষণাকারী দলের কাছ থেকে। জানা যায়, মঙ্গল গ্রহে একাধিক সক্রিয় আগ্নেয়গিরি থেকে জন্ম হয় ঘোর অ্যাসিড-কুয়াশার। যা নাকি ১০০ একরের একটা গোটা পাহাড়কেও গিলে ফেলতে পারে। মঙ্গল গ্রহে সম্প্রতি এমনই এক ধরনের কুয়াশার সন্ধান মিলেছে বলে দাবি করেছে গবেষণাকারী দল।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এম ইউ
�