মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০২:৩৯

মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে অস্বীকৃতি ইসরাইলের

মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধ করতে অস্বীকৃতি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে অস্বীকার করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল। দেশটি যখন আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা না করেই নির্বিচারে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যা, নির্যাতন এবং সহিংসতা অব্যাহত রেখেছে তখন এ কথা বলল তেল আবিব।

মিয়ানমারে অস্ত্র সরবরাহ বন্ধের দাবিতে ইসরাইলের হাইকোর্টে আর্জি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। চলতি মাসের শেষের দিকে এ নিয়ে শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট। কিন্তু ইসরাইলের যুদ্ধমন্ত্রী দাবি করেছেন, হাইকোর্টের এ বিষয়ে কোনো এখতিয়ার নেই এটি পরিষ্কার কূটনৈতিক বিষয়।

এর আগে ইহুদিবাদী ইসরাইল আর্জেন্টিনায় যুদ্ধ অপরাধের প্রতি সমর্থন দিয়েছে। বসনিয়ার মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য জাতিসংঘের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই সার্বিয়ার বাহিনীকে অস্ত্র যুগিয়েছে। একই ভাবে মিয়ানমারকেও অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে তেল আবিব।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে