মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১৬:২৫

চীন সীমান্তে ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

চীন সীমান্তে ভারতের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : চীন সীমান্তে ভারতের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইস্টার্ন লাদাখে আজ মঙ্গলবার ভেঙে পড়ে। যদিও হেলিকপ্টারে থাকা সবাই ঠিক আছে বলে ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। কী কারণে কপ্টারটি ভেঙে পড়ল তা জানার চেষ্টা হচ্ছে।

যা বললেন চীনা প্রেসিডেন্ট
ডোকা লাম উত্তেজনাকে পিছনে ফেলে চীনের বন্দর শহর জিয়ামেনে ব্রিকস বৈঠকের মধ্যেই মঙ্গলবার ঘণ্টা দুয়েকের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠককে এক কথায় 'গঠনমূলক' বলে বর্ণনা করেছেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর। তার ভাষায়, "দু'দেশের সম্পর্কের যে দিকে যাওয়া উচিত এবং ভবিষ্যতে যাবে, সে দিক থেকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই আলোচনা খুবই গঠনমূলক"।

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, এদিন বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, ভারত ও চীন পরস্পরের প্রতিবেশী এবং বিশ্ব মানচিত্রে অন্যতম দুটি বৃহত্ দেশ। ফলে, এই দুই দেশের মধ্যে 'স্বাস্থ্যকর ও সুস্থিত' দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন।

পাশাপাশি চীনা প্রেসিডেন্ট আরো জানান, ১৯৫৪ সালে স্বাক্ষরিত পঞ্চশীল চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী চীন। অন্যদিকে মোদি ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার কথা বলেছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে