মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১৭:৩৩

নতুন মন্ত্রীর এমন কাণ্ড দেখে হতবাক মন্ত্রণালয়ের কর্মীরা!

নতুন মন্ত্রীর এমন কাণ্ড দেখে হতবাক মন্ত্রণালয়ের কর্মীরা!

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মসদে মন্ত্রী রদবদল। মোদির মন্ত্রিসভায় এলেন একঝাঁক নতুন মুখ। নিজ নিজ মন্ত্রণালয়ে গিয়ে দায়িত্বও বুঝে নিলেন নতুন মন্ত্রীরা। কিন্তু অভিনব ঘটনা ঘটল ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এই মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী হয়েছেন বিজেপির ব্রাহ্মণ নেতা অশ্বিনী কুমার চৌবে।  

তবে পুরোপুরি ব্রাহ্মণ রীতি অনুসরণ করেই মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। কারণ শুভদিনে একটু পূজাপাঠ না করলে চলে! রীতিমতো পুরোহিতকে দিয়ে মন্ত্রপাঠ করিয়ে, গঙ্গাজল ছিটিয়ে মন্ত্রণালয়ে প্রবেশ করেন তিনি। কারও কারও মতে ঈশ্বরের কৃপা ছাড়া নাকি কিছুই হয় না। আর এই সত্যটি উপলব্ধি করেছেন নতুন মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে।  

জানা গেছে, ২০১৩ সালে উত্তরাখণ্ডে হড়পা বান ও ধসের সময়ে কেদারনাথ মন্দিরে আটকে পড়েছিলেন অশ্বিনী চৌবে। পরিবারের তিনজন সদস্য মারা গেলেও আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যান তিনি। এরপর থেকে ঈশ্বরভক্তি কয়েকগুণ বেড়ে যায় মন্ত্রীর।  

পূজাপাঠ না করে কোনও শুভকাজে হাত দেন না তিনি। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের দিনও এর ব্যতিক্রম হলো না। মন্ত্রণালয়ে হাজির ছিলেন চারজন পুরোহিত। হিন্দি রীতি মেনে শাঁখ বাজিয়ে চলল পূজাপাঠ। পূজার পর নতুন মন্ত্রীর দফতরে শান্তির জলও দেওয়া হলো। নানা ভঙ্গিমায় প্রণাম সেরে নিজের চেয়ারে বসেন মন্ত্রীমশাই।  

নতুন মন্ত্রীর এমন কাণ্ড দেখে হতবাক মন্ত্রণালয়ের পুরনো কর্মীরা। অনেকেই বলছেন, দীর্ঘ কর্মজীবনে অনেকেই মন্ত্রী হতে দেখেছেন তারা। কিন্তু প্রথম দিন এসে কোনও মন্ত্রীর পূজাপাঠ করাচ্ছেন, এমনটা আগে কখনও তারা দেখেননি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে