অভিজিৎ মহান্ত, দিল্লী থেকে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ানমার সফরের আগেই সে দেশের সীমান্ত লাগোয়া এলাকায় অনুপ্রবেশ রুখতে বিশাল সেনা অভিযান৷ সোমবার থেকে চলতে থাকা সেই অভিযানে বেশ কিছু জঙ্গি ডেরা ধংস করল সেনাবাহিনী৷
বেসরকারি সূত্রে খবর, মৃত্যু হয়েছে এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর কয়েকজন জঙ্গির৷ যদিও সরকারি হিসেবে এক নাগা জঙ্গির মৃত্যুর সংবাদ নিশ্চিত করা হয়েছে৷ বেশকিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে সেনাবাহিনী৷
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, লংডিং জেলার ভোতনু গ্রাম ঘিরে অভিযান সংঘটিত হয়৷ সীমান্তের খুব কাছেই সেখানে জঙ্গি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে৷ অভিযানের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত৷ তিনি বলেন, এটি নিয়মিত অভিযানের অঙ্গ৷ অরুণাচল প্রদেশ লাগোয়া মায়ানমারের দিক থেকে জঙ্গি অনুপ্রবেশ রুখতেই অভিযান চলছে৷
অরুণাচল প্রদেশের লংডিং জেলার লাগোয়া অংশটির অন্যদিকে মায়ানমার৷ সেখানেই এনএসসিএন (খাপলাং) সহ উত্তর পূর্বাঞ্চলের এনডিএফবি(সংবিজিৎ), আলফা (স্বাধীনতা), একাধিক জঙ্গি গোষ্ঠীর শিবির৷
উত্তর পূর্বাঞ্চল ভারতের বিভিন্ন জঙ্গি গোষ্ঠী ভৌগলিক পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, মায়ানমার থেকে নাশকতা চালায়৷ গোয়েন্দা বিভাগ আগেই জানিয়েছে, ভারত সীমান্ত সংলগ্ন মায়ানমার থেকে পরিচালিত হচ্ছে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড (খাপলাং) গোষ্ঠী৷ এরা পাশাপাশি পরেশ বড়ুয়া নেতৃত্বাধীন অসমের জঙ্গি গোষ্ঠী আলফা (স্বাধীনতা)-র আলাদা শিবির আছে৷
সীমান্তপার থেকে পরিচালিত বিচ্ছিন্নতাবাদী জঙ্গি কর্মকান্ড নিয়ে মনিপুর, নাগাল্যান্ড সরকার বারে বারে কেন্দ্রকে সতর্ক করেছে৷ বাংলাদেশের মাটি থেকে পরিচালিত জঙ্গি শিবির নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রনালয়কে সতর্ক করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার৷
তবে ভারত সীমান্ত লাগোয়া মায়ানমারের ভূখণ্ডে থাকা জঙ্গি শিবির নিয়েই বিশেষ চিন্তিত কেন্দ্র৷ প্রধানমন্ত্রীর সফরে এই দিকটি বিশেষ গুরুত্ব পাবে বলেই মনে করা হচ্ছে৷
এমটিনিউজ/এসএস