মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০৪:৪১

মিয়ানমারে প্রশিক্ষণ বিমান নিখোঁজ

মিয়ানমারে প্রশিক্ষণ বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের একটি প্রশিক্ষণ বিমানের খোঁজ পাওয়া যাচ্ছে না। দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, তাদের প্রশিক্ষণ বিমানটির সাথে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।

মঙ্গলবার মিয়ানমার সামরিক বাহিনীর এক বিবৃতিতে এতথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা ১৮ মিনিটে বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলে যাওয়ার পরই যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। তবে এর পাইলটের নাম সনাক্ত করা গেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে এধরনের বিমান নিখোঁজ হওয়ার বিষয়টি সাধারণ ঘটনা। এর আগেও এমন ঘটনা ঘটেছে। -রয়টার্স
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে