বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৪২:৪২

রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু

রোহিঙ্গা মুসলিমদের ভারত থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা মুসলিমরা বেআইনি অনুপ্রবেশকারী, ওদের ভারত থেকে বের করেই দেওয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে যখন উত্তেজনা মায়ানমার-বাংলাদেশ সীমান্ত। ঠিক সেই সময়ে এমনটাই জানিয়ে দিলেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবার সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক সংগঠনগুলিকে বলে দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের আওতায় নথিভুক্ত হোক বা না-ই হোক, রোহিঙ্গারা ভারতের চোখে অবৈধ অনুপ্রবেশকারী, আর আইনে যেহেতু ওরা বৈধ অভিবাসনকারী নয়, ওদের ভারত থেকে বের করে দেওয়া হবে।

কিছুদিন আগেই রিজিজু সরকারি সিদ্ধান্ত ঘোষণা করে ভারতে বসবাসকারী রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত্ পাঠিয়ে দেওয়া হবে। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তবে সমালোচনা উড়িয়ে পাল্টা রিজিজু বলেন, ভারতই গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি উদ্বাস্তুকে আশ্রয় দিয়েছে, গ্রহণ করেছে, অতএব উদ্বাস্তুদের প্রতি কী করা উচিত, তা নিয়ে কেউ যেন তাকে উপদেশ না দেয়!

হিংসা থেকে অব্যাহতি পেতে মায়ানমার ছেড়ে ভারতে এসেছে অসংখ্য রোহিঙ্গা। প্রায় ১৪ হাজার জাতিসংঘর মানবাধিকার কমিশনের নথিভুক্ত, তবে বেআইনি ভাবে এ দেশে বসবাস করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। তাদের বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে