আন্তর্জাতিক ডেস্ক : সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে মূর্ছা যান তিনি। এই ব্যক্তি ছোট খাটো কেই নন, তিনি জার্মানির বিশ্বখ্যাত গাড়িনির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউর প্রধান নির্বাহী হ্যারাল্ড ক্রুগনার।
জার্মানিরই ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক গাড়ি প্রদর্শনী উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের মাঝ পর্যায়ে হ্যারাল্ড পড়ে গেলে বিএমডব্লিউ সংবাদ সম্মেলনটি বাতিল করে।
বিএমডব্লিউর একজন মুখপাত্র বলেন, হ্যারাল্ড ক্রুগনারকে প্রদর্শনী এলাকাতেই একজন চিকিৎসক দেখেছেন। এক বিবৃতিতে বিএমডব্লিউ জানিয়েছে, ক্রুগনারের অবস্থা স্থিতিশীল আছে এবং তিনি সেরে উঠছেন। রক্ত সঞ্চালনে সমস্যার কারণে ক্রুগনার মূর্ছা যান।
৪৯ বছর বয়সী হ্যারাল্ড ক্রুগনার গত মে মাসে বিএমডব্লিউর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি কোম্পানিটির উৎপাদন কার্যক্রমের প্রধান ছিলেন।
প্রধান নির্বাহীর দায়িত্ব নেয়ার পর এই প্রথম তিনি গুরুত্বপূর্ণ কোনো প্রদর্শনীতে বক্তব্য রাখছিলেন। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্স
১৬ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস