প্রেমের টানে প্রাচীর টপকে পাকিস্তানে চীনা-সুন্দরী
আন্তর্জাতিক ডেস্ক: এক পাকিস্তানের ছেলের প্রেমে পড়েছিলেন চীনের মেয়ে টেইং ডলি। তার জন্য নিজের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। কিন্তু সেই একদিন লাপাত্তা। তাকে খুঁজতেই পাকিস্তানে পাড়ি ওই তরুণীর।আপাতত পাঞ্জাব পুলিশের অধীনে তিনি। ঘটনাটি বিশ্ব মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বছর ২৩-এর এই যুবতী একটি মেডিক্যাল কলেজে ক্লার্কের চাকরি করেন।আমিন জাতোইয়ের সঙ্গে সেখানেই দেখা হয় তার।আমিন ওই কলেজে মেডিসিন নিয়ে পড়াশোনা করতেন।তিনি জানিয়েছেন, দু’জনের সম্পর্ক ছিল।তাদের মধ্যকার ভালোবাসা সাগরের চেয়ে গভীর, হিমালয়ের চেয়ে উঁচু।
এমনকী আমিনের জন্য নিজের বাড়ি বিক্রি করে টাকা দিয়েছিলেন তিনি। অক্টোবরে তাকে কিছু না জানিয়ে পাকিস্তানে পাড়ি দেয় আমিন।
খুঁজতে খুঁজতে দিন ২০ আগে মুজফফরনগর পৌঁছেন তিনি।এরপর তিনি যান ইসলামাবাদ।কিন্তু তাকে ঢুকতে দেয়নি আমিনের পরিবার।তিনি ফেরৎ আসেন মুজফ্ফরনগরে।তার নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ তাকে নিয়ে যায়।
ইসলামাবাদে চীনা দূতাবাসে তাকে পাঠিয়ে দেয়া হয়েছে।আমিনকে ছাড়া কিছুতেই চীনে ফিরতে রাজি নন তিনি।আমিনের পরিবারের দাবি চীনেই আছে ওই যুবক।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ