আন্তর্জাতিক ডেস্ক : গত দুই সপ্তাহ ধরে চলমান মায়ানমারের রোহিঙ্গা সংকট নিয়ে অবশেষে মুখ খুললেন দেশটির শান্তিতে নোবেলজয়ী গণতান্ত্রিক নেতা অং সান সুচি। তিনি বলেন, তার সরকার রাখাইনের রোহিঙ্গাদের সকলকেই রক্ষা করছে।
তিনি অভিযোগ করেন রাখাইনে সহিংসতার বিষয়ে ভূলতথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। যা সন্ত্রাসীদের স্বার্থেই করা হচ্ছে। তু্রস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্যগুলো করেন।
গত দুই সপ্তাহে প্রায় ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা মায়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালিয়ে বাংলাদেশ আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা মায়ানমারের একটি নৃতাত্ত্বিক সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী যারা মায়ানমারে হত্যার শিকার হয়ে আসছে বহু বছর ধরেই।
শান্তিতে নোবেলজয়ী সু চি এই ইস্যুটির সমাধান করতে না পারায় বিশ্বব্যাপী অনেক সমালোচিতও হয়ে আসছেন। মায়ানমারের স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রচারিত সর্বশেষ সরকারি বিবৃতিতে বলা হয়, মিস সু চি এরদোয়ানকে বলেছেন, তার সরকার ‘ইতিমধ্যেই রাখাইন রাজ্যের সকল মানুষকে যতটা সম্ভব ততটা ভালো উপায়ে রক্ষা করা শুরু করেছে’।
ওই বিবৃতিতে অভিযোগ করা হয়, রাখাইনে সংঘাত সম্পর্কিত যেসব ছবি প্রচার করা হচ্ছে সেসব ভুয়া এবং সাম্প্রদায়িক সংঘাত উস্কে দেওয়ার জন্যই এমনটা করা হচ্ছে যার মূল উদ্দেশ্য সন্ত্রাসীদের স্বার্থ সংরক্ষণ করা।
তবে বিশ্বব্যাপী মায়নমারের কর্তৃপক্ষের দিকেই এই সংঘাতে জন্য আঙ্গুল তোলা হচ্ছে। বাংলাদেশের দুটি সরকারি উৎস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মায়ানমার তার বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকায় নতুন করে স্থলমাইন পুঁতেছে। লাখ লাখ রোহিঙ্গরা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশে চেষ্টার মধ্যেই তারা এই কাজ করেছে।
এমটিনিউজ/এসএস