আন্তর্জাতিক ডেস্ক : ধর্মের গেরোয় আটকে গিয়েছে অনেক প্রেম। ভালোবাসাকে ছোট করে ধর্মকে বড় করে তুলতে গিয়ে নানা বিতর্কিত ঘটনা আগেও ঘটেছে। এবার ভারতে কর্ণাটকের চিকম্যাগালুরুতে সেরকমই এক বিতর্কের মধ্যে পড়ে, এক মুসলিম যুবককে হিন্দু ধর্মগ্রহণ করিয়ে বিয়ে দেওয়া হল।
মোস্তাক রাজেসাব নাদাফ নামের ওই ব্যক্তিকে হিন্দু মহাসভার তত্ত্বাবধানে এনে ধর্ম পরিবর্তন করা হয়। তারপরই তাকে বিজলক্ষ্মী নামে এক মেয়ের সঙ্গে ওমকারেশ্বর মন্দিরে বিয়ে করতে বলা হয়। ধর্মপরিবর্তনের পর মোস্তাকের নাম পরিবর্তন করে নাদাফ রাখা হয়।
যদিও ধর্মপরিবর্তনের পর মোস্তাকের দাবি, তিনি কোনও ধর্মের মধ্যেই পড়েন না। পাশপাশি ধর্ম পরিবর্তন করে বিয়ে করার ঘটনাকে তিনি খারাপ চোখেও দেখেন না বলে জানিয়েছেন।
কারণ ভালোবাসার কোনও ধর্ম হয়না বলে তার দাবি। উল্লেখ্য, বিয়েতে মালাবদলের সময়ে 'ভারত মাতা কী জয়' স্লোগান শোনা যায়। বিয়েতে উপস্থিত ছিলেন এলাকার বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের নেতারা।
এমটিনিউজ/এসএস