বুধবার, ০৬ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩৭:২০

দু'টি যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান ভারতীয় সেনাপ্রধানের

দু'টি যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান ভারতীয় সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক : ৭০ দিন চোখে চোখ রেখে ডোকাল্যান্ড সীমান্তে চীনের সেনার মুখোমুখি দাঁড়িয়েছিল ভারতীয় সেনা। অবশেষে দুই দেশই সেনা প্রত্যাহার করেছে। এমন পরিস্থিতি আবার হতে পারে। তা মোকাবিলায় তৈরি ভারত।

বুধবার ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত দু'টি যুদ্ধক্ষেত্রের জন্য প্রস্তুতি নেওয়া আহ্বান জানালেন দেশটির সেনাদের। তিনি জানিয়েছেন, উত্তরে চীন এবং পশ্চিমে পাকিস্তানের বিরুদ্ধে দু'টি যুদ্ধক্ষেত্রের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

সেনাপ্রধানের কথায়, 'উত্তর প্রান্তের কথা যদি বলেন, তাহলে বলব পেশির আস্ফালন শুরু হয়েছে। আলাদা আলাদা করে ধীরে ধীরে এলাকা দখলের কাজ শুরু হয়েছে। আমাদের শক্তির পরীক্ষা করে নিয়েছি। কিছু বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। পরিস্থিতি যে কোনও দিকে মোর নিতে পারে। আমরা প্রস্তুত।'

তিনি আরও বলেন, উত্তর প্রান্তে ভারত লড়াইয়ে জড়িয়ে পড়লে তার সুযোগ নিয়ে পশ্চিমপ্রান্তে কেউ হামলা চালাতে পারে। তাই দু'টি যুদ্ধক্ষেত্রের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে