বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:০৮:৪২

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে যে আহ্বান রুশ প্রেসিডেন্ট পুতিনের

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে যে আহ্বান রুশ প্রেসিডেন্ট পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে যে রোহিঙ্গা সহিংসতা চলছে তার বিরোধিতা করেছে রাশিয়া এবং মিসর। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিয়ানমারকে দু’দেশের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ব্রিকস সম্মেলনের পর এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পুতিন বলেন, ‘আমরা যে কোনো সহিংসতার বিরোধী এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’

মিয়ানমারের সহিংসতার ঘটনায় মস্কোতে মিয়ানমার দূতাবাসের সামনে চলতি মাসের ৩ তারিখে শত শত মানুষ বিক্ষোভ সমাবেশ করেছে। অপরদিকে, কয়েক হাজার বিক্ষোভকারী চলতি মাসের ৪ তারিখে গ্রোজনি শহরে সমাবেশ করেছে।

এদিকে, রোহিঙ্গাদের ওপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরোধিতা করে ইন্দোনেশিয়ায় মিয়ানমার দূতাবাসের বাইরে বিক্ষোভে অংশ নিয়েছেন কয়েকশ মুসলিম নারী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে