আন্তর্জাতিক ডেস্ক : বিচ্ছেদের আশঙ্কায় প্রেমিকার সঙ্গে ভিডিও চ্যাট চলাকালীন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। মৃত যুবকের নাম সুজয় মণ্ডল। এই ঘটনায় মৃতের প্রেমিকা মেঘা মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুর মধ্যহাড়িয়ার।
সুজয় মণ্ডল ক্লাস টুয়েলভে পড়ত। একই ক্লাসে পড়ে মেঘা মল্লিক। জানা গেছে, বছর দেড়েক আগে কোচিং ক্লাসে দু’জনের পরিচয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ইদানিং সুজয়কে এড়িয়ে অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় মেঘার।
এই নিয়ে এক সপ্তাহ ধরে দু’জনের মধ্যে অশান্তি চলছিল। সুজয় মেঘাকে সম্পর্ক না ভাঙার জন্য বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু মেঘা এরপরও সুজয়ের কথা না শুনে নতুন প্রেমিকের সঙ্গে তোলা ছবি সোশাল মিডিয়াতে পোস্ট করে।
এই নিয়ে দু’জনের বিবাদ চরমে ওঠে গতকাল বিকালে। অভিযোগ, মেঘার সঙ্গে ভিডিও চ্যাট করে বোঝানোর চেষ্টা করছিল সুজয়। প্রেমিকা সে বলে, "তুমি যদি আমার জীবন থেকে সরে যাও তাহলে এ জীবন আর রাখব না আমি। অভিযোগ, সেইসময় সুজয়কে নিজের জীবন থেকে চিরতরে সরে যেতে বলে মেঘা। তারপরই, ভিডিও কল চালু অবস্থায় নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুজয়।
গতকাল রাতে সুজয়ের মৃত্যুর জন্য মেঘাকে দায়ি করে হাবড়া থানায় অভিযোগ দায়ের করে মৃতের বড়ভাই বিশ্বজিৎ মণ্ডল। রাতেই মেঘাকে আটক করে হাবড়া থানার পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে। জব্দ করা হয় দুটি মোবাইল। আজ তাকে বারাসত আদালতে তোলা হয়। অন্যদিকে, সুজয়ের মৃতদেহ বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এমটিনিউজ/এসএস