আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকোর উপকূল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৮.০। সুনামির আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে। USGS-এর মতে, এই কম্পনের তীব্রতা এতোটাই বেশি ছিল যে শহরের বিভিন্ন বিল্ডিংও কেঁপে ওঠে৷
আতঙ্কে মানুষেরা রাস্তায় বেরিয়ে ছোটাছুটি শুরু করে দেয়৷ পিজিজিআপানের দক্ষিণ-পশ্চিম শহর ছিল এই কম্পনের উপকেন্দ্র৷ ৩৩কিলোমিটার গভীরতা ছিল এই কম্পনের৷ প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে শহরে৷
উল্লেখ্য, এর আগেই গত ১ সেপ্টেম্বর জোরাল কম্পনে কেঁপে ওঠে দক্ষিণ সুমাত্রার ইন্দোনেশিয় উপকূল৷ রিখটার স্কেলে এর মাত্রা ৬.২ ছিল বলে জানা যায়৷ সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও এই ভূমিকম্প টের পাওয়া যায়৷
স্থানীয় সংবাদ সূত্রে খবর, পাডাং-এর পশ্চিমে ৭২কিলোমিটারে এই ভূমিকম্প হয়৷ প্রায় ১০কিমি এর গভীরতা বলেও জানা যায়৷ ইন্দোনেশিয়ার সিসমোলজিক্যাল এজেন্সি BMKG-এর পক্ষ থেকে জানানো হয়েছে কোনও সুনামির আশঙ্কা নেই৷ এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ -কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে