শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০৪:৪৭

সুচির পুরস্কার বাতিলের আবেদনের বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন নোবেল কমিটি

সুচির পুরস্কার বাতিলের আবেদনের বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন নোবেল কমিটি

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে  অং সান সুচির পাওয়া নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়ার আবেদনটি প্রত্যাখান করেছে নোবেল কমিটি। মিয়ানমারে রেহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় দমনপীড়নের জন্য ‘অং সান সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেওয়া হোক’ এমন একটি পিটিশন করেছিলো ৩ লাখ ৬৫ হাজার মানুষ।

নোবেল কমিটিতে করা ওই পিটিশনে বলা হয়, দেশের রোহিঙ্গাদের ওপর ‌যে অত্যাচার হচ্ছে তা থামাতে কিছুই করেননি মায়ানমারের ডি ফ্যাক্টো শাসক সুচি। তবে নোবেল কমিটির পক্ষে ওলাভ জোলস্তাভ জানিয়েছেন, সুচির কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। একবার ওই পুরস্কার দিলে তা ফিরিয়ে নেওয়া ‌যায় না।

উল্লেখ্য, মায়ানমারে সরকারি সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার, খুনের অভি‌যোগ উঠেছে। ফলে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক লাখেরও বেশি মানুষ। এ নিয়ে জাতিসংহেও কথা উঠেছে। তবে সুচি অবশ্য দাবি করেছেন, রোহিঙ্গা ইস্যুতে মায়ানমারের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে