আন্তর্জাতিক ডেস্ক: ক্যারিবিয়ান দ্বীপ তছনছ করে আমেরিকায় আছড়ে পড়তে চলেছে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ইরমা। ঘূর্ণিঝড়ের ক্যাটেগরিতে পাঁচ নম্বরে রয়েছে ইরমা। ঘণ্টায় বাতাস বইছে ১৭৫ মাইল প্রতি ঘণ্টা বেগে।
ফলে বলার অপেক্ষা রাখে না কতটা শক্তিশালী এই ঘূর্ণিঝড়। বাতাসের বেগের হিসাবে সবচেয়ে শক্তিশালী হিসাবে ইতিমধ্যেই একে চিহ্নিত করা হয়েছে। এর আগে ২৪ ঘণ্টা ধরে এর গতিবেগ ছিল ১৮৫ মাইল প্রতি ঘণ্টা। যেটিও একটি রেকর্ড বটে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আছড়ে পড়ার পরে ঘূর্ণিঝড় ইরমা এবার হানা দিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্যারিবিয়ান দ্বীপে অন্তত ১৪ জনের মৃত্য হয়েছে। সবমিলিয়ে আমেরিকায় মহাদেশে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ইতিমধ্যে ক্ষতি হয়েছে কয়েক লক্ষ কোটি ডলার।
এর আগে বারবুদা দ্বীপে এই ইরমা আছড়ে পড়ে। একদিন পরে প্রায় দ্বীপটিই বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। একই অবস্থা সেন্ট মার্টিন দ্বীপেরও। টার্কস ও কাইকস দ্বীপের বাসিন্দারা ইরমার প্রভাবে সর্বস্ব হারানোর পথে।
ইতিমধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের তকমা পেয়ে গিয়েছে ইরমা। বলা হচ্ছে এর আগে অতলান্তিক মহাসাগরে এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় দেখা যায়নি। প্রায় ২০০ মাইল বেগে তো বইছেই। বলা হচ্ছে সেটা আরও বাড়তে পারে।
ঘূর্ণিঝড়টি বহরে ফ্রান্স দেশটির সমান বড়। এত বড় হওয়ায় বারবুদা, সেন্ট মার্টিন্স, ব্রিটিশ ও ইউএস ভার্সিন আইল্যান্ডসগুলিকে একেবারে তছনছ করে দিয়েছে। গাছপালা, বাড়িঘর, হাসপাতাল, পরিষেবা সমস্ত বিপর্যস্ত। ন্যাশনাল হারিকেন সেন্টার এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে পঞ্চম ক্যাটেগরিতে ফেলেছে। এটি অত্যন্ত ধ্বংসাত্মক। ডমিনিক রিপাবলিক, হাইতি হয়ে ফ্লোরিডা, জর্জিয়ার দিকে ধেয়ে আসছে এটি।
আমেরিকার ফ্লোরিডার পশ্চিম এলাকা থেকেও অনেককে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই ঝড়ের প্রভাবে সেখানে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ক্যাটাগরি ফাইভ বা সর্বোচ্চ মাত্রার ঘূর্ণিঝড় ইরমা আরও ধ্বংসলীলা চালাবে বলে মনে করা হচ্ছে।
রাষ্ট্রপুঞ্জের তরফে এই ঘূর্ণিঝড় নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে অন্তত সাড়ে তিন কোটি মানুষ এই সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। শুধু হারিকেন ইরমাই নয়, এর পাশাপাশি হারিকেন জোস ও হারিকেন কাটিয়া-ও অতলান্তিক এলাকায় ধ্বংস চালাতে পারে বলে মনে করা হচ্ছে। এমনটাই সতর্কবাণী দেওয়া হয়েছে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই বিপদের সময়ে দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছেন। এমন ঝড় তিনি আগে প্রত্যক্ষ করেননি বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে, ট্রাম্পের বিলাসবহুল রিসর্ট ঘূর্ণইঝড় ইরমার গতিপথের মধ্যে পড়েছে। ফলে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। --ওয়ান ইন্ডিয়া
এমটিনিউজ২৪/এম.জে