শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:১৫:১৪

‘আমি মন্ত্রীর মেয়ে, এটাই কি আমার অপরাধ?’

‘আমি মন্ত্রীর মেয়ে, এটাই কি আমার অপরাধ?’

আন্তর্জাতিক ডেস্ক : মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ভারতের মহারাষ্ট্রের রাজ্য সরকারের দেওয়া বৃত্তি। আর তাতেই কি না নাম উঠলো রাজ্যেরই এক মন্ত্রীর মেয়ের! তাও খোদ সেই দফতরেরই মন্ত্রীর! বিরোধীদের তীব্র প্রতিবাদে শেষ পর্যন্ত আসরে নামতে হয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে।

প্রতি বছর ৩৫ জন মেধাবী তফসিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীকে বিদেশে উচ্চশিক্ষার পাঠ নেওয়ার জন্য বিশেষ বৃত্তি দেওয়া হয় মহারাষ্ট্র সরকারে সামাজিক ন্যায়বিচার মন্ত্রনালয়ের পক্ষ থেকে। এ বার সেই বৃত্তি দেওয়া নিয়েই অনিয়মের অভিযোগ উঠল।

বিতর্কের সূত্রপাত, যখন এ বছরের এই বৃত্তিপ্রাপকদের তালিকায় নাম ওঠে মহারাষ্ট্রের সামাজিক ন্যায়বিচারমন্ত্রী রাজকুমার বডোলের মেয়ে শ্রুতিসহ আরও দুই আমলা-পুত্রের। স্বজনপোষণের অভিযোগে সোচ্চার হন বিরোধীরা। দফতরের তরফে অবশ্য দাবি করা হয়, এদের বৃত্তি পাওয়ার ক্ষেত্রে কোনও অনিয়ম হয়নি। এরপরই বিষয়টি নিয়ে রাজকুমার বডোলের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে পাঠান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

যার বৃত্তি পাওয়াকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত, মাদ্রাজ আইআইটির স্নাতক শ্রুতি বডোলে জানান, তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষার পাঠ নিতে চান। তাই নিয়ম মেনেই তিনি সরকারি বৃত্তির জন্য আবেদন জানান। শ্রুতির প্রশ্ন, "আমি মন্ত্রীর মেয়ে, এটাই কি আমার অপরাধ?" তবে আবেদন করলেও এই পরিস্থিতিতে সরকারি বৃত্তির সুবিধা তিনি নেবেন না বলে জানিয়েছেন শ্রুতি বডোলে।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে