ইঁদুর আতঙ্কে ব্রিটেনের মানুষ
আন্তর্জাতিক ডেস্ক : আপাতপক্ষে দেখে বোঝা যাবে না আসলে এগুলো ইঁদুর না বেড়াল। ড্রেন, বাড়ির বাগান, ঘরের মেঝে কোথাও বাকি রাখছে না তারা। চারিদিকে আধিপত্য বিস্তার করেছে 'জায়ান্ট' ইঁদুরদের দল। এই বিরাট ইঁদুরের উপদ্রবে ব্রিটেনে 'ত্রাহি ত্রাহি' অবস্থা।
ইঁদুর মারার বিষও পুরোপুরি ফেল। সাধারণ বিষে তাদের কিছুই হচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিষ হজম করার মতো প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে এই ইঁদুরদের। ফলে মরার বদলে উল্টে আরও শক্তিশালী হয়ে বেড়ে উঠছে তারা। আরও চিন্তার বিষয় খুব দ্রুত হারে এদের সংখ্যা বাড়ছে। এখানেই কপালে ভাঁজ ফেলেছে প্রশাসনের। এমন হারে বাড়লে গোটা এলাকায় প্লেগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চিফ এগজিকিউটিভ সাইমন ফরেস্টার বলেন, 'এদের সংখ্যা বাড়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। না হলে জনসাধারণের স্বাস্থ্যের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।'
গত মে মাসে উত্তর আয়ার্ল্যান্ডে প্রথম দেখা যা এই ইঁদুরদের। তবে তখন ব্যাপারটির গুরুত্ব বোঝা যায়নি। সংখ্যায়ও বিশেষ একটা ছিল না। ক্রমেই এই কয়েক মাসের মধ্যে এদের সংখ্যা দ্রুত হারে বেড়ে গিয়েছে। ব্রিটেনের একটা বড় অংশে এদের দখলে চলে গিয়েছে তাই বিষয়টি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুশজন দেখে এরা তেড়ে আক্রমণ করতেও পিছপা হচ্ছে না। অনেক অঞ্চলেই রাতে একলা বেরতে মানুষজন ভয় পাচ্ছেন। বৈজ্ঞানিকদের ধারণা, জেনেটিক মিউটেশনের কারণেই সাধারণ বিষ এদের উপর কোনও প্রভাব ফেলছে না।-এই সময়।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�