কুয়াশার কারণে বিমানের ফ্লাইট বাতিল
আন্তর্জাতিক ডেস্ক : এই নিয়ে পর পর তিন দিন হিথরোসহ লন্ডনের আরও পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেশ কয়েকটি ডোমেস্টিক টার্মিনালে ব্যহত হয়েছে বিমান পরিষেবা। ঘন কুয়াশার জন্যেই এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। আর এর ফলে ক্রমাগত বাতিল হচ্ছে বিভিন্ন বিমানের ফ্লাইট। উড়ানের নির্দিষ্ট সময় সম্পর্কে নিশ্চিত না হয়ে বিমানবন্দরে আসবেন না বলে, যাত্রীদের জানিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
লন্ডনে আয়োজিত বার্ষিক ওয়ার্ল্ড ট্র্যাভেল মার্কেটে অংশ নিতে আসা বহু প্রতিনিধি বিমান বিভ্রাটের কারণে সঠিক সময়ে এসে পৌঁছাতেই পারেননি। সব থেকে বেশি ক্ষতি হয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, ইজিজেট, ফ্লাইবি, সিটিজেট এবং সুইস এয়ারের। গত তিন দিনে ব্রিটিশ এয়ারওয়েজের ৫০টিরও বেশি বিমান বাতিল হয়েছে। কুয়াশা এতটাই ঘন যে ৫০ মিটারের বেশি কিছু দেখাই যাচ্ছে না।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�