বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৫:৩৭:৫৪

কানাডায় তৃতীয় ভাষার স্বীকৃতি

কানাডায় তৃতীয় ভাষার স্বীকৃতি

আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় তৃতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেল এমন একটি ভাষা। যে ভাষাটি গত চার বছর ধরে সে দেশের র্ততীয় গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এবার কানাডার নব নির্বাচিত সংসদের নিম্নকক্ষে ২০জন পঞ্জাবি জানা ভারতীয় বংশোদ্ভূত নির্বাচিত হওয়ার পরই পঞ্জাবিকে সরকারিভাবে তৃতীয় গুরুত্বপূর্ণ সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথম সরকারি ভাষা ইংরাজি ও দ্বিতীয় ভাষা ফ্রেঞ্চের পরই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পঞ্জাবি। ১৯ অক্টোবরের সাধারণ নির্বাচনে কানাডার হাউস অফ কমন্সে নির্বাচিত হন ২৩ জন ভারতীয় বংশোদ্ভূত। এঁদের মধ্যে মাত্র ৩ জন পঞ্জাবি ভাষায় কথা বলতে পারেন না। ২০ জন পঞ্জাবি বলতে জানা সাংসদের মধ্যে ৬ জন মহিলা ও ১৪ জন পুরুষ। ভাষা স্বীকৃতি পাওয়ার পর বেশকয়েকজন পঞ্জাবি বলতে পারা সাংসদের মন্ত্রিসভাতেও জায়গা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কিউবেক থেকে জয়ী প্রধানমন্ত্রী পদপ্রার্থী জাস্টিন ট্রুডিউ এ সপ্তাহের শেষের দিকেই মন্ত্রিসভায় কারা থাকছেন, তা ঘোষণা করবেন। কনজারভেটিভ পার্টির নেতা দীপক ওভরাই বলেছেন, 'এবার থেকে সংসদে খুব ভালোভাবে প্রকাশ পাবে ইন্দো-কানাডা কমিউনিটির কণ্ঠস্বর। সবমিলিয়ে এটা দক্ষিণ এশিয়া কমিউনিটির জয়।' ২০১১ সালে কানাডার ন্যাশনাল হাউজহোল্ড সার্ভের পরিসংখ্যান বলছে, কানাডায় বসবাসকারী ৪,৩০,৭০৫ জনের মাতৃভাষা পঞ্জাবি। যা কানাডার জনসংখ্যার ১.৩%। আর হাউস অফ কমন্সের সদস্য সংখ্যার ৬% পঞ্জাবি বলতে পারেন। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে