আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও দিন জেলেই খুন হয়ে যেতে পারেন হরিয়ানার ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিং। জামিনে মুক্ত হয়ে এমনই আশঙ্কা প্রকাশ করল জেলে তার সঙ্গে একই সেলে থাকা এক বন্দি। সমু পণ্ডিত নামে ওই অভিযুক্ত আগে থেকেই রোহতক জেলে আটক রয়েছে। খবর জিনিউজের।
সেই সেলেই পাঠানো হয় সম্ভ্রমহানীর মামলায় সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংকে। সমু পণ্ডিতের দাবি, ''রাম রহিম সিংয়ের কীর্তির কথা প্রকাশ্যে আসার পর থেকেই ওই জেলের প্রতিটি বন্দিই তার ওপর ক্ষেপে রয়েছে। সেই রোষ এতটাই বেশি যে, নির্দিষ্ট নিরাপত্তা ছাড়া রাম রহিমকে ছেড়ে রাখলেই, যে কোনও মুহূর্তে খুন হয়ে যাবেন তিনি।''
তার এই আশঙ্কার কথা সামনে আসার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। রাম রহিম সিংয়ের সেলের বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যদিও, জেলবন্দি হওয়ার পর তাকে কোনও ধরনের ভিআইপি পরিষেবা জেলের তরফে দেওয়া হয়নি বলে খবর।
এমটিনিউজ/এসএস