অনায়াসেই ৫০০ ফুট ভবনে বেয়ে উঠলেন অ্যালেইন
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের অ্যালেইন রবার্টকে সকলেরই চেনা আছে। যিনি অনায়াসেই বহুতল বিল্ডিংয়ে বেড়ে উঠতে পারেন। তাই তাকে ফরাসী স্পাইডারম্যান হিসেবে উপাদি দেয়া হয়েছে। আর সেই স্পাইডারম্যান এবার কোনো নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই অনায়াসে ৫০০ ফুট উঁচু বহু বহুতল বিল্ডিংয়ে ওঠে এক অনন্য নজির সৃষ্টি করলেন। সম্প্রতি তিনি প্যারিসের অ্যারিয়েন টাওয়ার বেয়ে ওঠে এই নজির সৃষ্টি করেন। তবে এই টাই তার প্রথম নয় এর আগেও তিনি অনেক বহুতল ভবনে ওঠেছেন।
তিনি নিজেকে ক্লাইম্বিং এক্সপার্ট হিসেবেই সকলের কাছে পরিচয় করাতে পছন্দ করেন। ৫৩ বছর বয়সী অ্যালিয়েন যেন এক চির তরুনের মতো করে একের পর এক রেকর্ডের দিকে ছুটে যাচ্ছেন। তার নেশা উঁচু উঁচু সব পর্বত কিংবা ভবন বেয়ে ওঠা। প্রায় ৫০০ ফুট উঁচু অ্যারিয়েন টাওয়ারটি বেয়ে উঠতে একটুও সমস্যা হয়নি অ্যালেইন রবার্টকে। এ সময় তার পরনে ছিল একটি লাল শার্ট, কালো প্যান্ট ও জুতা। তবে তার এই ভয়ঙ্কর কাজের জন্য বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
তিনি যখন বিল্ডিংটিতে বেয়ে ওঠছিলেন ঠিক তখনি সে সময় ওই স্থানে পুলিশ চলে আসে এবং নিচের স্থানটি তারা ঘিরে ফেলে। বিল্ডিং বেয়ে ওঠার মতো বিপজ্জনক কাজ করার কারণে টাওয়ারটি থেকে নামার পর তাকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে এটাই তার জীবনে প্রথম নয়, এর আগেও অনেক বহুতল বিল্ডিংয়ে উঠেছেন অ্যালেইন। এমনকি অ্যারিয়েন টাওয়ারটিতেও তিনি প্রথম ২০০৯ সালে ওঠেন। এবার নিয়ে মোট তিন বার উঠলেন এ টাওয়ারটিতে।
৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�