আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরমা কিউবাসহ বেশ কয়েকটি ক্যারিবিয়ান দ্বীপে ধ্বংসযজ্ঞ চালিয়ে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। তবে বাহামা দ্বীপপুঞ্জের এক অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা এখন তুঙ্গে।
বাহামা দ্বীপপুঞ্জ থেকে বিভিন্ন মানুষের তোলা ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমার অভিঘাতে সেখানে কোনো কোনো জায়গায় সমুদ্র বহুদূর পর্যন্ত উধাও হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন লং আইল্যান্ড নামে একটি দ্বীপের চারপাশে সমুদ্রের পানি যেন হঠাৎই শূন্যে মিলিয়ে গেছে।
কিন্তু কী কারণে সমুদ্রের পানি চলে গেছে? এ বিষয়ে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, হারিকেনের ফলে যে প্রবল নিম্নচাপ সৃষ্টি হয় তা অনেক সময় এভাবে উপকূলীয় অঞ্চল থেকে সমুদ্রের পানিকে শুষে নেয় - তখন বাইরে বেরিয়ে পড়ে পানির নিচে থাকা কর্দমাক্ত সমুদ্রতল।
বাহামার ওই সমুদ্র ও সোনালি সৈকতের পানি হাওয়ায় মিলিয়ে যাওয়ার দৃশ্য অনেকেই সোশ্যাল মিডিয়াতে তার ছবি ও ভিডিও পোস্ট করেছেন।
তবে বিজ্ঞানীরা বলছেন, ঘূর্ণিঝড়ের এই প্রভাবটা সাময়িক। অনেকটা যেন বাতাসের তোড়ে পানি অন্যদিকে চলে যাওয়ার মতো। পরে আবার এখানে পানি চলে আসবে।
এমটিনিউজ/এসএস