রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ১০:২৮:৩৮

রোহিঙ্গাদের উপর সহিংসতার নিন্দা জানালো চীন

রোহিঙ্গাদের উপর সহিংসতার নিন্দা জানালো চীন

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গাদের উপরে চলা সহিংসতার নিন্দা জানিয়েছে চীন। সংকট নিরসনে চীন সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিংকিয়াং।

রোববার বিকেলে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

এ সময় মাং মিংকিয়া বলেন , ‘মিয়ানমারে রোহিঙ্গাদের উপর সহিংসতার কারণে ২৫ আগষ্ট থেকে ব্যাপক হারে অবৈধ অনুপ্রবেশ বেড়েছে। এটা মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হলেও, মিয়ানমার সীমান্ত অতিক্রম করে অনেক মানুষ বাংলাদেশ প্রবেশ করছে। এতে মারাত্মক দূর্ভোগের শিকার হচ্ছে বাংলাদেশ।

এ ইস্যুটি কোনভাবেই সমাধান হচ্ছে না। মিয়ানমারে চীনের বিনিয়োগ থাকায় বাণিজ্যিকভাবে চীনও ক্ষতিগ্রস্থ হচ্ছে। চীন এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে। আমরা আশা করছি, দ্রুতই রোহিঙ্গা সংকটের সমাধান হবে। এ ব্যাপারে চীন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে প্রথম থেকেই এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে চীন।-সময় টিভি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে