বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১০:২১:৪৭

অগ্নিকান্ডের ঘটনায় রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

অগ্নিকান্ডের ঘটনায় রোমানিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : রোমানিয়ার একটি নাইট ক্লাবে অগ্নিকান্ডের ঘটনায় ৩২ জন নিহত হবার প্রেক্ষাপটে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা পদত্যাগ করেছেন। নাইট ক্লাবে অগ্নিকান্ডের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভের পরদিনই প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন। সেই বিক্ষোভে প্রায় বিশ হাজার মানুষ অংশ নিয়েছিল। খবর বিবিসি। খবরে বলা হয়, বিক্ষোভকারীরা আরো সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। বিক্ষোভ থেকে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। তাদের অভিযোগ সরকারের দুর্নীতি এবং দুর্বল নিরাপত্তার অভাবেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সরকারের দিক থেকে নাইটক্লাবগুলোর অগ্নি নিরাপত্তা যথাযথভাবে তদারকি করা হয় না বলে বিক্ষোভকারীদের অভিযোগ। গত শুক্রবার রাজধানী বুখারেস্টের একটি নাইট ক্লাবে এই অগ্নিকান্ড ঘটে। সেখানে একটি ব্যান্ডদল যখন আতশবাজির প্রদর্শন করে তখন আগুন লেগে যায়। সেই নাইট ক্লাব থেকে বের হবার একটি মাত্র রাস্তা ছিল। অগ্নিকান্ডের পর নাইট ক্লাবটির তিনজন মালিককে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতির কারণে ক্লাবগুলোর অনুমোদন দেবার সময় নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে তদারকি করা হয় না। পদত্যাগী প্রধানমন্ত্রী মি: পন্টা নিজেও দুর্নীতির অভিযোগ মোকাবেলা করছেন। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে