বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ১২:৩০:৫৭

তৃতীয়বারের মতো বিশ্বে প্রভাবশালী পুতিন

তৃতীয়বারের মতো বিশ্বে প্রভাবশালী পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : ফিন্যান্সিয়াল ম্যাগাজিন ফোর্বসের করা তালিকায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। বুধবার ফোর্বস ম্যাগাজিন বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৭৩ জনের এ তালিকা প্রকাশ করে। তালিকায় প্রথম অবস্থানে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, দ্বিতীয় অবস্থানে রয়েছেন জার্মানের চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এবং তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ফোর্বসের করা তালিকায় এইবারই প্রথমবারের মতো ক্ষমতায় থাকা কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রথম দুটি স্থানে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। মূলত চারটি বিষয়কে বিবেচনায় নিয়ে ফোর্বস ম্যাগাজিন এ তালিকা তৈরি করে। এর মধ্যে রয়েছে— প্রত্যেক ব্যাক্তি আলাদাভাবে কী পরিমাণ অর্থের নিয়ন্ত্রক, কতো সংখ্যক মানুষের ওপর তাদের প্রভাব রয়েছে, বিশ্বের কয়টি স্থানজুড়ে তাদের প্রভাব বিস্তৃত এবং তারা কীভাবে তাদের ক্ষমতাকে ব্যবহার করে। এ তালিকায় গত বছরের মতো এবারও চতুর্থ অবস্থানে আছেন পোপ ফ্রান্সিস। তবে আগেরবার তালিকার দুই নম্বরে থাকা চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও চীনের প্রেসিডন্টে শি জিনপিং এবার নেমে গেছেন পাঁচে। তালিকায় পরের পাঁচটি অবস্থানে রয়েছেন যথাক্রমে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জ্যানেট ইয়েলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। অন্যদের মধ্যে মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট ১৩, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ১৪ এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আছেন ১৯ নম্বরে। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে