বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৩:০২:১৮

এফ-৩৫ নিয়ে সমস্যায় মার্কিন নৌবাহিনী

এফ-৩৫ নিয়ে সমস্যায় মার্কিন নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম অত্যাধুনিক জঙ্গিবিমান এফ-৩৫ নিয়ে সমস্যায় পড়েছে মার্কিন নৌবাহিনী। ফলে তারা নতুন এ বিমানের জায়গায় পুরনো বিমানগুলো ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। আমেরিকার লকহিড মার্টিন কোম্পনি এফ-৩৫ বিমান তৈরি করেছে। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির এক শুনানিতে রিয়ার অ্যাডমিরাল মাইকেল মানাজির বলেছেন, বিমানবাহী জাহাজের জন্য যুদ্ধবিমানের ঘাটতি ঠেকাতে নৌবাহিনীর জন্য আরো এফ-১৮ সুপার হরনেট বিমান কেনার প্রয়োজন রয়েছে। মানাজির হচ্ছেন মার্কিন নৌবাহিনীর বিমান অভিযানের প্রধান। তিনি জানান, ইতিমধ্যে নৌবাহিনী পুরনো এফ-১৮ মডেলের বিমান রক্ষণাবেক্ষণের কাজ জোরদার করেছে। এর আগে মার্কিন নৌবাহিনীর বিমান অভিযানের সাবেক প্রধান অ্যাডমিরাল জনাথন গ্রিনার্ট বলেছিলেন, মার্কিন নৌবাহিনীর জন্য আরো ২৪ থেকে ৩৬টি সুপার হরনেট বিমান প্রয়োজন। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে