বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৫:২৯:৫২

ইরাকের আনবার প্রদেশের ৮০ ভাগ এলাকা আইএসআইএল মুক্ত

ইরাকের আনবার প্রদেশের ৮০ ভাগ এলাকা আইএসআইএল মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশের শতকরা ৮০ ভাগ এলাকা আইএসআইএলের হাত থেকে মুক্ত করেছে সামরিক বাহিনী। ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনীর সহায়তায় দেশটির সামরিক বাহিনী এসব এলাকা মুক্ত করেছে। ইরাকের শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল এ খবর নিশ্চিত করেছেন। এছাড়া, ইরাকের আস-সুমারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আনবার প্রদেশের উত্তর ও পশ্চিম অংশ মুক্ত করা হয়েছে এবং পুরোপুরি মুক্ত করা হয়েছে প্রাদেশিক রাজধানী রামাদির মধ্যাঞ্চল। ইয়াহিয়া রাসুল জানান, রামাদির কেন্দ্রস্থলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর সেনারা এখন বাকি অঞ্চল মুক্ত করার জন্য এগিয়ে যাচ্ছে। এদিকে, ইরাকের স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনী রামাদির উত্তর এবং দক্ষিণ অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। তিনি বলেন, আনবার প্রদেশ থেকে সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য সামরিক অভিযান অব্যাহত থাকবে। গত রোববার ইরাকের সামরিক বাহিনীর সদ্যসরা কয়েক দিক থেকে রামাদি অভিমুখে অভিযান চালায়। এরপরই এসব সাফল্যের খবর পাওয়া গেল। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে