বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৪৫:০২

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সুচিকে কানাডার প্রধানমন্ত্রীর ফোন

রোহিঙ্গা নির্যাতন বন্ধে সুচিকে কানাডার প্রধানমন্ত্রীর ফোন

আন্তর্জাতিক ডেস্ক :   কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বুধবার মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি'র সাথে টেলিফোনে কথা বলেছেন।
 
দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম এবং সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ট্রুডো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
 
বিবৃতিতে জানানো হয়, ট্রুডো একজন নৈতিক ও রাজনৈতিক নেতা হিসেবে মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শদাতার বিশেষ গুরুত্বের ওপর জোর দেন। প্রধানমন্ত্রী মিয়ানমারের সামরিক ও বেসামরিক নেতাদের জরুরী ভিত্তিতে সহিংসতার অবসান ঘটানোর ওপর জোর দেন। এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা প্রদান এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে বিনা বাধায় দেশটিতে প্রবেশের ওপর গুরুত্বারোপ করেন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে