আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে (লাহোর) অনুষ্ঠিত উপনির্বাচনের বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন তার স্ত্রী কুলসুম নওয়াজ। কুলসুম ৬১,২৫৪টি ভোট পেয়েছে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসমীন রশিদ পেয়েছেন ৪৭,০৬৬টি ভোট।
গতকাল রোববার অনুষ্ঠিত এ নির্বাচনের ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।
বিবিসির খবরে বলা হয়, নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ১৮৮ ভোট বেশি পেয়ে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) কুলসুম নওয়াজ জয়লাভ করেন। তিনি ৬১ হাজার ২৫৪টি ভোট পান।
গত জুলাইয়ে আদালতের আদেশের পর পানামা নথি কেলেঙ্কারির মামলায় অভিশংসিত পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত হন নওয়াজ। পরে লাহোরে অনুষ্ঠিত উপনির্বাচনে তাঁর প্রতিনিধিত্ব করেন স্ত্রী কুলসুম।
এ নির্বাচনে কুলসুমকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় দেশটির সাবেক ক্রিকেটারের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং বিলওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির মতো বড় সংগঠনগুলোর জাঁদরেল নেতাদের সঙ্গে।
ক্যানসারের চিকিৎসা নিতে নওয়াজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে মেয়ে মরিয়ম পিএমএল-এনের প্রচারকাজ চালান।
মরিয়ম শরিফ বলেন, ‘এটা কোনো সাধারণ জয় নয়। যারা মাঠে থেকে আমাদের বিরুদ্ধে নির্বাচন করেছে, আমরা শুধু তাদেরই পরাজিত করিনি; যারা মাঠে দৃশ্যমান ছিল না, তাদেরও পরাজিত করেছি। ’
নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য করে আদালত যে রায় দিয়েছেন, এ বিজয় সেটাকে অগ্রহণযোগ্য প্রমাণ করেছে বলেও দাবি করেন মরিয়ম। শুরু থেকেই নওয়াজ শরিফ তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
লাহোরের নির্বাচনকে ২০১৮ সালে অনুষ্ঠেয় পাকিস্তানের সংসদ নির্বাচনে নওয়াজ শরিফের দলের জনপ্রিয়তা প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল। এই নির্বাচনে প্রায় তিন লাখ ২০ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারই প্রথমবারের মতো বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয়।
১৮ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর