‘শিবসেনাকে জঙ্গি সংগঠন ঘোষণা দেয়া উচিত’
আন্তর্জাতিক ডেস্ক : শিবসেনাকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবি জানালেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশারফ৷ শুধু তাই নয়, শিবসেনাদের এই ধরণের গোড়ামির ইস্যুটি জািতসংঘের অধিবেশনে তোলা উচিত বলেও মনে করেন তিনি৷
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষকরে বুধবার মোশারফ বলেন, ‘ওনাকে এখন একদিকে ভারতীয় জনতা পার্টি অন্যদিকে কংগ্রেস, দুটো দিকই সামলাতে হচ্ছে৷ এখানে প্রশ্নটা কোনও রাজনৈতিক দলের নয়, মুশকিলটা দেখা দিয়েছে ব্যক্তিকে নিয়ে৷ ভারতের এখন নতুন একজন প্রধানমন্ত্রী দরকার৷’ মোদিকে আক্রমণের পাশাপাশি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ির প্রশংসাও করেন মোশারফ৷
পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমি জানি না পাকিস্তান ও মুসলিমদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কি সমস্যা আছে৷ ওনার চেয়ে অনেক বেশি ভালো ছিলেন বাজপেয়ি৷’-কলকাতা ২৪।
৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�