সোনা ঘরে পড়ে আছে বলেই দেশ গরিব: মোদি
আন্তর্জাতিক ডেস্ক : দেশে প্রায় ২০ হাজার টন সোনার কোনও ব্যবহার নেই। বাড়িতে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। সেই কারণেই ভারত গরিব। ভারতের নয়া স্বর্ণসঞ্চয় প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর টাইমস অপ ইন্ডিয়া।
সোনা ব্যাংকে রাখলে, ব্যাংক তার উপর সুদ দেবে। বাড়িতে গচ্ছিত সোনাকে আর্থিক বাজারে আনতে সম্প্রতি নয়া স্বর্ণ সঞ্চয় প্রকল্প চালু করেছে ভারত। বৃহস্পতিবার দিল্লিতে ওই প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানেই দেশের গরিবি অবস্থা দূর করতে বাড়িতে থাকা সোনা বাইরে আনার পরামর্শ দেন মোদি। তার কথায়, 'বাড়িতে ২০ হাজার টন সোনা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বলেই আমরা গরিব। নইলে আর কোনও কারণ নেই। ওই সোনাকে আর্থিক বাজারে ব্যবহার করতে পারলেই আমাদের গরিবি অবস্থা ঘুচে যাবে।'
মহিলারাই এই প্রকল্পকে সফল করতে পারবেন বলেও মনে করছেন প্রধানমন্ত্রী। দেশের মহিলাদের কাছে মোদির আহ্বান, 'আমাদের দেশের বেশির ভাগ মহিলাদের নামে কিছু না থাকলেও, সোনা আছে। সোনাই মহিলাদের শক্তি। এমনকি ওই সোনার উপর পরিবারেরও অধিকার থাকে না।' নয়া প্রকল্প মহিলাদের বিকল্প আয়ের সুযোগ করে দেবে বলেই দাবি প্রধানমন্ত্রীর।
৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�