বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩৪:১৯

পিয়ন পদ ৩৬৮, আবেদন ২৩ লাখ!

পিয়ন পদ ৩৬৮, আবেদন ২৩ লাখ!

আন্তর্জাতিক ডেস্ক : পদ মাত্র ৩৬৮টি কিন্তু  আবেদন জমা পড়েছে ২৩ লাখ! এর মধ্যে লাখো পিএইচডি, স্নাতক ডিগ্রিধারী।  কেউ বিটেক, এমটেক, বিএসসি, এমকম করেছেন।

ভারতের উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি ৩৬৮টি পিয়ন পদের নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছে।  ৩৬৮টি পিয়ন পদের জন্য ২৩ লাখ আবেদনপত্র দেখে চোখ কপালে সরকারের।

বেকারত্ব ঠিক কোন জায়গায় পৌঁছেছে, তারই নজির উত্তরপ্রদেশের এ খবর। পিয়ন পদে এ বছর রাজ্যে ৩৬৮টি কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে।  আবেদন সংখ্যায় দেখা যাচ্ছে লক্ষ্মৌর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।  লখনৌয়ের জনসংখ্যা ৪৫ লাখ।  ৩৬৮টি পিয়ন পদে আবেদনপত্র জমা পড়েছে ২৩ লাখ। তার মধ্যে আবার ২ লাখ চাকরিপ্রার্থী BTech, BSc, MSc, MCom ও PhD ডিগ্রিধারী।

যে পরিমাণ আবেদন জমা পড়েছে তাতে চমকে যাচ্ছেন সরকারি কর্তারাই। উত্তরপ্রেদেশের সচিবালয় অ্যামিনিস্ট্রেশনের সচিব প্রভাত মিত্তলের কথায়, আবেদনপত্রের সংখ্যায় আমরা স্তম্ভিত।  সবাইকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে বিজ্ঞাপনে।  এত আবেদন আসবে ভাবতে পারিনি।

নিয়োগ দেয়া হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে।  যাবতীয় প্রক্রিয়া মিটতে কয়েক বছর লাগবে বলেও জানাচ্ছেন সরকারি কর্তারা।

অলোক নামে এক পিএইচডি ডিগ্রিধারী চাকরিপ্রার্থীর কথায়, পিএইচডি করেছি তো কী হয়েছে? বেকার হয়ে ঘুরে বেড়ানো থেকে তো ভালো পিয়নের চাকরি করা।  চাকরি না করলে সংসার চলবে কী করে?

আরেক স্নাতক আবেদনকারী রতন যাদবের কথায়, কাজের আবার ছোটবড় কী আছে।  উচ্চপদে চাকরি নেই, তাই পিয়ন পদেই আবেদন করেছি।  

একই কতা  এমএসসি পাস করা রেখা ভার্মারও।  তিনি বলছেন, চাকরি পাচ্ছি না বলে আত্মীয়, বন্ধু-বান্ধবের কাছে তদ্বির করতে হচ্ছে।  কত দিন আর ভিক্ষাবৃত্তি করে বাঁচা যায়।
১৬ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে