বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৮:১১:৩৬

ইমরান খানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন স্ত্রী, কিন্তু কেন?

ইমরান খানকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেন স্ত্রী, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে বিষ খাওয়ানোর চেষ্টা করেছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী রেহাম খান। এমন জল্পনাতেই এখন উত্তাল পাকিস্তান। ৩০ অক্টোবর তাঁর সাংবাদিক স্ত্রী রেহাম খানকে ডিভোর্স দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন পাক ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খান। কিন্তু ঠিক কেন এই দু-জন বিবাহ বিচ্ছেদের পথে হাঁটছেন, তা এখনও স্পষ্ট নয়। এই অবস্থায় রেহামের বিরুদ্ধে ইমরানকে বিষ খাওয়ানোর চেষ্টার অভিযোগ এনেছেন পাকিস্তানের সাংবাদিক আরিফ নিজামি। উচ্চাকাঙ্খী রেহাম ৬২ বছরের ইমরানকে বিয়ে করার পর থেকেই রাজনীতির জগতে পা রাখার চেষ্টা করেন। এমনকি, ইমরানকে হঠিয়ে তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের শীর্ষে বসারও নাকি চেষ্টা করেন রেহাম। সেই কারণেই ইমরানের শরীরে ধীরে ধীরে বিষ প্রয়োগের পরিকল্পনা ছিল তাঁর। পাকিস্তানের টিভি চ্যানেল নিউজ 24-এ এমনই দাবি আরিফ নিজামির। স্কুপ ও ব্রেকিং নিউজ দেওয়ার জন্য পাকিস্তানে যথেষ্ট খ্যাতি রয়েছে আরিফ নিজামির। গত বছর ডিসেম্বরে ইমরান ও রেহামের বিয়ের খবর প্রথম নিজামিই ব্রেক করেছিলেন। প্রাক্তন বিশ্বকাপজয়ী পাক অধিনায়কের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ির কথাও সেপ্টেম্বরেই জানিয়েছিলেন নিজামি। আরিফ নিজামির এই নতুন ব্রেকিং তাই অস্বীকার করতে পারছেন না পাকিস্তানের মানুষ। তিনি জানিয়েছেন, রেহামের দেওয়া লাড্ডু খেয়ে একবার অসুস্থও হয়ে পড়েছিলেন ইমরান। হাসপাতালে ভর্তি হলে তাঁর শরীরে বিষ পাওয়া গিয়েছিল। নিজামির দাবি, রেহামের সঙ্গে বিয়ের পর থেকেই অশান্তিতে ছিলেন ইমরান। মাঝেমধ্যেই তাঁদের মধ্যে ঝগড়া হত। এমনকি ইমরান খানকে নাকি মারধরও করতেন রেহাম। তহরিক-ই-ইনসাফের অন্য নেতাদের কাছ থেকে রেহাম টাকা নিতেন বলেও অভিযোগ। একটি কনফারেন্সে যোগ দিতে রেহাম লন্ডন গেলে ডিভোর্সের নোটিস তাঁকে মেল করে পাঠান ইমরান। নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়েও বিয়ের আগে ইমরানকে নাকি মিথ্যে বলেছিলেন রেহাম। তাঁর প্রথম বিয়ে নিয়েও সব সত্যি তাঁকে বলেননি রেহাম। দ্বিতীয় স্ত্রীকে এতটাই অসহ্য লাগতে শুরু করেছিল যে তাঁকে ডিভোর্স দিতে পাকিস্তানের লোকাল বডি ইলেকশন পর্যন্তও অপেক্ষা করতে চাননি ইমরান খান।-ইন্ডিয়ান্স টাইমস ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে