বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৯:২৮

রাম রহিমের ডেরার মধ্যে গণ-কবর, ৬০০ কঙ্কাল উদ্ধার

রাম রহিমের ডেরার মধ্যে গণ-কবর, ৬০০ কঙ্কাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : দুই সাধ্বির সম্ভ্রমহানী মামলার দায়ে সাজাপ্রাপ্ত ভন্ডগুরু রাম রহিমের একের পর এক কুকীর্তির খবর ক্রমাগতই উঠে আসছে তল্লাশিতে। হরিয়ানায় ডেরার সিরসা আশ্রমে তল্লশি অভিযানে একের পর এক চাঞ্চল্যকার তথ্য উঠে আসেছ।

এক সর্বভারতীয় ইংরাজি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী , বিশেষ তদন্তকারী দল জানতে পেরেছে ডেরায় পোঁতা রয়েছে ৬০০টি কঙ্কাল।

ডেরার ভিতরে ৬০০ টি কঙ্কাল আছে এমন খবর ফাঁস করেছেন ডেরারই এক সদস্য। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের জেরার মুখে পড়ে ডেরার ওই সদস্য তার বক্তব্যের প্রেক্ষিতে বেশ কিছু নথিও জমা দেন পুলিশের কাছে। তিনি দাবি করেছেন, ডেরার সিরসা আশ্রমের মধ্যে গণ-কবর রয়েছে।

জিজ্ঞাসাবাদের মুখে পড়ে, ডেরার আভ্যন্তরীণ নানা ঘটনার কথা জানিয়েছেন ওই ব্যাক্তি। তিনি বলেন, ডেরায় বহু মানুষকেই মেরে ফেলে তাকে মাটিতে পুঁতে রাখা হয়েছে, পরে তা ঢাকতে চারাগাছ রোপণ করা হয়েছে। এই গোটা প্রক্রিয়াটিই হয়েছে এক জার্মান বিজ্ঞানীর পরমার্শ অনুযায়ী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে