বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ১০:৪৫:৩২

ইয়েমেনে সৌদি বিমান ভূপাতিত, পাইলট আটক

ইয়েমেনে সৌদি বিমান ভূপাতিত, পাইলট আটক

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে সানা প্রদেশে সৌদি আরবের একটি জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে। প্রদেশের পশ্চিমাঞ্চলীয় বিলাদ আর-রাসুল শহরে ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বিভাগ আজ (বৃহস্পতিবার) সৌদি জঙ্গিবিমানটি ভূপাতিত করে। এ ঘটনায় পাইলটকে আটক করা হয়েছে বলে ইয়েমেনের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এক প্রতিবেদনে রেডিও তেহরান এখবর দিয়েছে। গত ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার কয়েকটি আঞ্চলিক মিত্র মিলে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করেছে। এর বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে ইয়েমেনের সেনাবাহিনীর বড় অংশ এবং আনসারুল্লাহ যোদ্ধারা। গত কয়েক মাসে ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের কয়েকটি ড্রোন, হেলিকপ্টার ও জঙ্গিবিমান ধ্বংস করেছে। চলতি মাসের প্রথম দিকে ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছিল, দেশটির সামরিক বাহিনী সা’দা প্রদেশে একটি সৌদি জঙ্গিবিমান ভূপাতিত করেছে। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি কয়েকদফা ওই প্রদেশে বোমা বর্ষণ করেছিল। সৌদি আগ্রাসনে ইয়েমেনে এ পর্যন্ত কমপক্ষে ৭,১০০ মানুষ নিহত ও ১৪,০০০ আহত হয়েছে। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে