আন্তর্জাতিক ডেস্ক : চাপে আমেরিকা, শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত ছুটবে নয়া রুশ মিসাইল। আমেরিকা ও ব্রিটেনকে চমকে এবার আরও অত্যাধুনিক মিসাইলের বিপুল উৎপাদন করতে চলেছে রাশিয়া৷
জানা গিয়েছে, জিরসন নামের এই মিসাইল খুব শীঘ্রই উৎপাদন শুরু করবে মস্কো৷ যা হবে শব্দের চেয়ে পাঁচ গুন দ্রুত- প্রতি ঘন্টায় ৭৪০০ কিলোমিটার৷ যা থামানো অসম্ভব বলেই মনে করা হচ্ছে৷ ২০২২ সালের মধ্যে এই মিসাইলের উৎপাদন সম্পূর্ণ করতে বদ্ধপরিকর রাশিয়া৷
৪০০ কিলোমিটার দূরে থাকা টার্গেটকে এক লহমায় উড়িয়ে দিতে সক্ষম এটি৷ স্ক্র্যামজেট প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক এই মিসাইল যেকোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম৷ জিরকনের আরও একটি সুবিধা হল, এর কম ওজন৷
বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ার সঙ্গে তুলনা করলে হাইপারসনিক মিসাইল তৈরিতে রাশিয়ার থেকে পিছিয়ে নেই ভারতও৷ কারণ রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে বর্তমানে ভারতে তৈরি হচ্ছে সেকেন্ড জেনারেশন ব্রহ্মস-২ মিসাইল৷ যাতে ব্যবহার করা হচ্ছে একই স্ক্র্যামজেট প্রযুক্তি৷ এর রেঞ্জ হতে চলেছে ৬০০ কিলোমিটাক৷ ২০২০ মধ্যে ভারতে তৈরি হতে শুরু করবে সেকেন্ড জেনারেশন ব্রহ্মস-২ মিসাইল৷
এমটিনিউজ২৪/এম.জে