আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোতে বিধ্বংসী ভূমিকম্পের ২৪ ঘণ্টা পরও লাগাতার বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা৷ ভূমিকম্পে অন্তত ২৪৮ জন মৃত্যু হয়েছে সরকারি ভাবে জানানো হয়েছে৷ তবে, মৃত্যুর সংখ্যা আরও আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যেই ৫০০ জনের বেশি গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধিন৷
ভূমিকম্পে মেক্সিকো সিটির দক্ষিণের একটি স্কুলবাড়ি ধসে পড়ে নতুন করে ১০ পড়ুয়া ও এক শিক্ষক প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে৷ গতকালই ২১ শিশুসহ ২৬ জন নিহত হন৷
উদ্ধার কাজে নিয়োজিত মেক্সিকো নৌবাহিনীর এক কর্মকর্তা জানান, জরুরি ভিত্তিতে চলছে উদ্ধার কাজ৷ তিনি আরও জানান, স্কুলের ভেতর থেকে এখনও পর্যন্ত ১১ শিশুকে উদ্ধার করা হলেও ৩০ থেকে ৪০ জন আটকা পড়ে রয়েছে৷
প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতো ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শন করেন এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা প্রকাশ করেছেন৷ ভূমিকম্পপ্রবণ মেক্সিকো সিটিতে ৩২ বছর আগে ১৯৮৫ সালে এক ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে৷ সেই ভূমিকম্পে কমপক্ষে ১০ হাজার লোক নিহত হন৷
এমটিনিউজ২৪/এম.জে